বাংলাদেশের প্রথম এন্টি-পর্ণ সফটওয়্যার “BDAnti-Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার…

16/06/2011 21:03

বিদ্রঃ  BDAnti-Porn v2.0 একটি ফ্রী সফটওয়্যার।  আপনি আপনার ব্লগ সহ যে কোন পাবলিক ব্লগে এটি শেয়ার করতে পারবেন।  আপনাদের শেয়ারের মাধ্যমেই BDAnti-Porn v2.0 এর পথ চলা আরও সুগম হবে।

untitled বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রাম অঙ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে মনের সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আকস্কতা। ২০০৯-২০১১ সালে ইন্টারনেটে শিশুরা যে শব্দগুলো অনুসন্ধান করেছে তার মধ্যে অন্যতম ‘সেক্স’৷ ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক ৷ আর এরপরেই অবস্থান ‘পর্নো' এবং ‘সেক্স' শব্দ দুটির। আর এর আসক্তির ফলের প্রতি বছর হাজারো শিশু তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব নোংড়া পশুতুল্য কাজের মাঝে। আবার অনেকে জড়িয়ে পড়ছে নেশার জগৎতে। আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি মাত্র মার্কেট থেকে প্রতি বছর প্রায় ১০ লক্ষ্য এর বেশি টাকার পর্ণ ক্রয়-বিক্রয় হয়। আর প্রতি বছর প্রায় ৩০ হাজারের ও বেশি শিশু জড়িয়ে পড়ে এই পর্ণ গ্রাফীর প্রতি।

এ সংবাদ নিঃসন্ধেয়ে আমাদের দেশের বাবামাদের জন্য বেশ উদ্বেগের এবং এটি রোধ করতে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা৷ একইসঙ্গে সন্তানদের বোঝাতে হবে ইন্টারনেট থেকে কোন বিষয়টি নেয়া উচিত আর কোন বিষয়টি থেকে দূরে থাকা উচিত।

আমাদের দেশের বর্তমানের এই পরিস্হিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমরা কেউই আমাদের ভাই-বোনের ক্ষতি চাই না, যাতে করে তারা অসৎ পথে চলে যায়। আমাদের দেশের এই দুরবস্তা থেকে হয়তো কিছু আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.0

BDAnti-Porn v1.0 এর পরীক্ষা মূলক ছাড়ার পর পরিপূর্ণ সুবিধা সম্ভলিত এই BDAnti-Porn v2.0 যাকে এক কথায় আন্তর্জাতিক মানের সফটওয়্যার হিসাবেও বলা যায়। অন্তত্য দূতগতির এই BDAnti-Porn v2.0 এ যোগ করা হয়েছে Google.com এর হিসাব মতে বিশ্বের সর্বাধিক এবং অন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট। শুধু তাই নয় এই BDAnti-Porn v2.0 বন্ধ করতে পারে ভিডিও, ইমেজ, এনিমেশন, ব্লগ সহ পর্ণ সংক্রান্ত সকল ওয়েব ক্যাম চ্যাট রিলেটেড সকল ওয়েব সাইট। এতে আরো রয়েছে Enable ও Disable করার সুবিধা। ৮০০ এর অধিক URL ডাটাবেজ সম্বলিত এই BDAnti-Porn v2.0 একটি অসাধারন সফটওয়্যার।

BDAnti-Porn v2.0 টিউটোরিয়ালঃ

 

ডাউনলোড BDAnti-Porn v2.0

 

@lmas1 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

 

 

image001 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে স্টার্ট মেনু এবং প্রোগ্রাম থেকে “BDAnti-Porn v2.0” এ ক্লিক করুন। এখন আপনার কম্পিউটারে উপরের ছবির মতন একটি উইন্ডো দেখতে পারবেন।

image002 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

এরপর “BDAnti-Porn v2.0” এর ডাটা লিংকিং করতে “Analyze” এ ক্লিক করুন। ডাটা “Analyze” শেষ হলে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। এ অবস্থায় BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Enable” অবস্থায় থাকবে।

image0032 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

 

image004 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

 

পরবর্তীতে “BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Disable” করতে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Disable” এ ক্লিক করতে হবে

image005 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

 

image006 বাংলাদেশের প্রথম এন্টি পর্ণ সফটওয়্যার “BDAnti Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার... | Techtunes

“Enable” করতে একই ভাবে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Enable” এ ক্লিক করতে হবে।

 

 

বিদ্রঃ “BDAnti-Porn v2.0” এ প্রথম বার ডাটা “Analyze” করার পর দ্বিতীয়বার ডাটা “Analyze” করার কোন প্রয়োজন নেই। এটি Disable না করে Uninstall করলে সেই কম্পিউটারে এটি Enable অবস্থাই থাকবে। ফলে আপনি সাইবার ক্যাফে এটি ব্যবহার করতে পারবেন।

 

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের


Make a website for free Webnode